• সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিকলীতে রাত পোহালেই ভোট, মোটরসাইকেল ও আনারসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস র‌্যাব হেফাজতে গৃহবধূর মৃত্যু ভৈরবের ৪ র‌্যাব সদস্যসহ নান্দাইলের এক এসআই প্রত্যাহার কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে আবুল হোসেন লিটন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ করিমগঞ্জে বারঘড়িয়া ফাজিলখালী ইসলামিয়া দাখিল মাদরাসায় ৪ তলা নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ক্যাম্পে এক নারীর মৃত্যুতে র‌্যাব কর্মকর্তা প্রত্যাহার কিশোরগঞ্জে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে সেমিনার ঐতিহ্যবাহী লাঠিখেলার এখন চলছে দুর্দিন র‌্যাবের হেফাজতে নারীর মৃত্যু সুরতহাল কেউ জানাচ্ছেন না

কুলিয়ারচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

কুলিয়ারচরে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের
শাহাদতবার্ষিকী ও জাতীয়
শোক দিবস পালিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ১৫ আগস্ট রোববার সূর্য উদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন শুরু হয়।
পরে সকাল ৯টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সংলগ্ন মুজিব ভাস্কর্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত শেষে বৃক্ষরোপণ করা হয়।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা সাঈদা খানম মুক্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সারমিন সাত্তার, পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মুর্শিদ উদ্দিন আহমেদ, জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, সৈয়দা নাসিমা আক্তার চায়না, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল-মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ এ.কে.এম সুলতান মাহামুদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, রামদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, উছমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম ক্বারী, ছয়সৃতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর মো. মিছবাহুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম, বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম আবিরাজ, পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমানসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *